বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১২

বাংলাদেশ এবং ভারতীয় হ্যাকারদের সাইবার যুদ্ধ শুরু!

বাংলাদেশ এবং ভারতীয় হ্যাকারদের সাইবার যুদ্ধ শুরু! (saif sharif)

সাইবার যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ এবং ভারতীয় হ্যাকাররাইতিমধ্যে দুদেশের ওয়েবসাইট গুলোতে ব্যাপকহারে আক্রমণ-পাল্টা আক্রমণ শুরু হয়েছে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কর্তৃক নিরীহ বাংলাদেশী হত্যার প্রতিবাদে বাংলাদেশ ব্লাকহ্যাট হ্যাকারস’ (বিবিএইচএইচ) প্রথমে ভারতের বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা করেএরপর ভারতীয় হ্যাকার গ্রুপগুলোও বাংলাদেশী সাইবার স্পেস ধ্বংস করে দেয়া হবে বলে বার্তা প্রচার করা শুরু করেছেইতিমধ্যে ভারতীয় হ্যাকার গ্রুপের আক্রমণে পড়েছে বাংলাদেশ সরকারের ৬ টি ওয়েবসাইটবাংলাদেশী হ্যাকারদের কবলেও রয়েছে শতাধিক ভারতীয় ওয়েবসাইট


বাংলাদেশী হ্যাকারদের কবলে পড়া একটি ওয়েবসাইটহোমপেইজ পরিবর্তণ করে সীমান্তে বিএসএফ হত্যাকান্ডের শিকার ফেলানি-র লাশের ঝুলন্ত ছবি যুক্ত করে দেয়া হয়েছে

ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে বিএসএফ প্রধানের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছেবাংলাদেশ ব্লাকহ্যাট হ্যাকারগ্রুপভিডিও বার্তাটিতে হ্যাকাররা জানিয়েছে, হ্যালো বাংলাদেশের নাগরিকরা, আমরা বাংলাদেশ ব্লাকহ্যাট হ্যাকারস এখন সময় আমাদের চোখ খুলবারবিএসএফ ১ হাজারেরও বেশি বাংলাদেশী নাগরিককে হত্যা করেছে, তাদের গুলিতে আহত হয়েছে আরও ৯৮৭ বাংলাদেশীঅপহৃত হয়েছে হাজারো মানুষএটি মানবতার বিরুদ্ধে অপরাধতারা অবিচার করছেসংকটময় এ মুহূর্তে বাংলাদেশী নাগরিক হিসাবে আমাদের কিছু দায়িত্ববোধ রয়েছে, আমরা চাই ভারত সরকার নিরপরাধ বাংলাদেশীদের হত্যা করা বন্ধ করুকনতুবা আমরা ভারতীয়দের বিরুদ্ধে সাইবার যুদ্ধ শুরু করবোএটি চলতেই থাকবে



বিবিএইচএইচ এর ঘোষণার পর আরও কয়েকটি বাংলাদেশী হ্যাকার গ্রুপ একাত্বতা প্রকাশ করে ভারতীয় ওয়েবসাইটগুলোতে আক্রমণ শুরু করেইতিমধ্যে 'এক্সপায়ার সাইবার আর্মি' এবং 'বাংলাদেশ সাইবার আর্মি' গ্রুপের নাম পাওয়া গিয়েছে বাংলাদেশী হ্যাকারদের আক্রমণের পাল্টা জবাব দিতে সাইবার যুদ্ধ শুরু করেছে বেশ কয়েকটি ভারতীয় সাইবার আর্মি গ্রুপওভারতীয় হ্যাকারদের নেতৃত্বে দিচ্ছে ইন্ডিশেল নামের একটি হ্যাকার গ্রুপইতিমধ্যে তাদের কবলে পড়েছে বেশ কয়েকটি বাংলাদেশী সরকারি এবং বেসরকারি ওয়েবসাইটবাংলাদেশ এবং ভারতীয় হ্যাকারদের মধ্যে কথোপকথনের একটি ডকুমেন্ট প্রিয় টেক এর হাতে এসেছেসে ডকুমেন্ট থেকে এ তথ্য জানা যায়

এদিকে সিকিউরিটি বে জানিয়েছে, ইন্ডিশেল হ্যাকার গ্রুপের এফএফই এসএসএক্সটি প্রিন্স ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, পাকিস্তান অপারেশনের পর আমরা এখন চিন্তা করছি বাংলাদেশের বিরুদ্ধে অপারেশন শুরু করবো বাংলাদেশী হ্যাকার গ্রুপ বিবিএইচএইচ এর কিছু হ্যাকারদের আচরণের কারণে আমাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছেইন্ডিশেল হ্যাকার দল এখন দেখাবে হ্যাকিং কাকে বলে!

উল্লেখ্য, প্রায় মাস খানেক ধরেই দুদেশের সাইবার আর্মি গ্রুপ গুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছিলমূলত সীমান্ত হত্যার প্রতিবাদে বাংলাদেশী হ্যাকাররা ভারতীয় ওয়েবসাইটগুলো আক্রমণ শুরু করলে ভারতীয় হ্যাকাররাও এ ব্যাপারে সোচ্চার হয়ে ওঠেতারাও বাংলাদেশী ওয়েবসাইট হ্যাক করে এর প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয়এমনকি গতমাসে বাংলাদেশী হ্যাকাররা ভারতীয় অর্ধশত ওয়েবসাইট হ্যাক করে বেশ আলোচনায় আসে

এদিকে ভারতীয় হ্যাকার কর্তৃক বাংলাদেশী ওয়েবসাইটগুলোতে আক্রমণ শুরু হওয়ায় আতংকে আছেন অনেক বাংলাদেশী ওয়েব মাস্টারকম নিরাপত্তা বিশিষ্ট ওয়েবসাইটগুলো সহজেই ভারতীয় হ্যাকারদের আক্রমণে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছেবাংলাদেশী ওয়েব মাস্টারদের ওয়েবসাইটের ব্যাকআপ রাখা এবং নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা

ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সেন্টার ফর টেকনোলজি ডেভেলপমেন্ট- এর প্রধান কারিগরি কর্মকর্তা জাবেদ মোর্শেদ জানান, এখন আমাদের ইমেডিয়েট কাজ হবে সরকারী গুরুত্বপূর্ণ সাইটগুলো যে ওয়েব সার্ভারে আছে তার ভার্নালিবিলিটি চেক করা ও ফিক্স করা যতদ্রুত সম্ভব ওয়েব সার্ভারের লেটেস্ট ভার্সনে আপগ্রেড করা সার্ভারের কোন সিকিউরিটি প্যাচ থাকলে তা আপডেট করা অ্যাডমিন ও সিপ্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ ও শক্তিশালী করা তাহলেই ক্ষতির পরিমাণ অনেক কমিয়ে ফেলা সম্ভব

ভারতীয় হ্যাকারদের কবলে পড়া বাংলাদেশী ওয়েবসাইট
http://www.commissionerrajshahi.gov.bd/
http://cdvs.ac.bd/
http://bgfcbd.com/
http://nhldc.gov.bd/
http://www.ulabdu.edu.bd/
http://www.adultbanglablog.com/
http://www.nationalnews.com.bd/
http://dshe.gov.bd/
http://www.police.gov.bd/
http://www.fireservice.gov.bd/

বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১২